অথচ তুমি আজও আসলে না !

পূর্ণতা (আগষ্ট ২০১৩)

জসীম উদ্দীন মুহম্মদ
  • ২৩
  • ১০৭
মনে পড়ে তুমি আসবে বলেছিলে ? আজ থেকে সেই বেয়াল্লিশ বছর আগে
তোমার কিনে দেয়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আমি
কত রকম করে সেজেছিলাম ! তুমি যেভাবে চুলের খোঁপা বেঁধে দিতে, ঠিক সেভাবেই !
তোমার দেয়া সব গুলো শাড়ি, গহনা অঙ্গে মাখিয়ে !
তুমি বলে ছিলে না, আমার অপূর্ণ যত কামনার বুলবুলি
সব তুমি ফিরে এসে দশ হাত ভরে ভরিয়ে দিবে !

আমি এখনও দু চোখ বন্ধ করে সেই কল্পলোকের মদিরা পানে মত্ত !
আমার সমস্ত সত্তা জুড়ে দোয়েলের শিস
পুচ্ছ মেলা মুয়ুরীর মত নেচে গেয়ে যায় এই টুনটুনি মন
রুপালি জোসনায় উছলে পড়ে তোমার স্পর্শ কাতর হিয়া !
অথচ তুমি আজও আসলে না !

নির্জরের স্বপ্ন ভঙ্গের মত ভেঙ্গে ভেঙ্গে পড়ে আমার স্বপ্নের পূর্ণতা !
ক্ষণে ক্ষণে আমায় ঘিরে বিজাতীয় নেত্ত(নৃত্য) করে অসীম শুন্যতা !
যেখানে পূর্ণিমার জলে অবগাহনের প্রতিজ্ঞা ছিল
যেখানে মহাবিশ্বের সকল ঠিকানা জয়ের স্বপ্ন ছিল
পলাশীর আম্র কানন থেকে শুরু করে শহীদ মিনার
অতঃপর রক্ত গাঙে ভেসে ভেসে আমার বুকের ছাতিম তলায় তোমার স্মৃতিসৌধ !

আচ্ছা, বল তো দেখি তুমি এখন কোথায় আছো ?
আর কত কাল তোমার আশায় নতুন প্রজন্মকে মিথ্যে সান্ত্বনা দেব ?
আর কত দিন বুকে পাথর বেঁধে নিঃশ্বাস চেপে রাখব ?
জানি আমার মত তোমারও সে প্রশ্নের উত্তর জানা নেই
তবু আমি এই মাটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকব, যত দিন ভোরের সূর্য উঠে !!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাজিদ খান ভাইল লিখেছেন ,কবিতাটি প্রথমে প্রেম দিয়ে শুরু শেষ টা দেশ দিয়ে । কবিতার মান ভাল ।ভাবটা আরো ফুটালে ভাল হত ।৪ দিলাম ।
সাজিদ ভাই, আসলে পুরো কবিতাটাই দেশ প্রেম ভিত্তিক । প্রথম অংশটি প্রতীকী । আশা করি , বুঝতে পেরেছেন । অনেক ধন্যবাদ আপনাকে ।
ওয়াহিদ মামুন লাভলু ভাল লিখেছেন।
অনেক ধন্যবাদ ওয়াহিদ ভাই ।
মোঃ সাইফুল্লাহ জানি আমার মত তোমারও সে প্রশ্নের উত্তর জানা নেই তবু আমি এই মাটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকব, যত দিন ভোরের সূর্য উঠে - ভালো লাগলো বেশ //
অনেক ধন্যবাদ সাইফুল্লাহ ভাই ।
ভাবনা তুমি বলে ছিলে না, আমার অপূর্ণ যত কামনার বুলবুলি সব তুমি ফিরে এসে দশ হাত ভরে ভরিয়ে দিবে ! - -------- অনেক ভাল লাগলো ।
অনেক ধন্যবাদ ভাবনা ।
বিদিতা রানি অনেক অনেক ভালো লাগলো ভাইয়ার কবিতা।
হিমেল চৌধুরী চমতকর একটি কবিতা। খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ হিমেল ভাই ।
মিলন বনিক তৃতীয় প্যারার ছয় লাইন অসাধারণ....জসীম ভাই এই শুন্যতা এই পূর্ণতা আর এই প্রশ্ন যেন প্রজন্মের কাছে আমাদের দায়ভার...হয়তো কেউ সঠিক উত্তরটি দিতে পারবে না...এটায় আমাদের ব্যর্থতা....খুব ভালো লাগলো...শুভকামনা...
ধন্যবাদ মিলন দা । আপনার অপেক্ষায় ছিলাম -------- ।
এস, এম, ইমদাদুল ইসলাম আসলে ৪২ বছর পরে আমাদের অনেকের জীবনেরই হাহাকার এটি । এই পূর্ণতা আমরা আজো খুঁজে ফিরছি । আমরা এখনও অনেকেরই ব্যর্থতা ঢাকবার জন্য একে শিশু রাষ্ট্র বলে তৃপ্ত হচ্ছি । জানিনা কবে এই শিশু পূর্ণতা লাভ করবে ! অনেক ধন্যবাদ কবিকে ।
ইমদাদুল ইসলাম ভাই ঈদ মোবারক । আসলে আমি প্রতিটি সংখ্যায় আপনার এই একটি মন্তব্যের জন্য তীর্থের কাকের মত চেয়ে থাকি । অনেক অনেক ভাল লাগলো আপনার মন্তব্য পেয়ে । ধন্যবাদ ।
রফিক আল জায়েদ অন্যরকম ভাল লাগল কবিতাটি।
অনেক ধন্যবাদ জায়েদ ভাই ।

১৯ ফেব্রুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৮০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪